বিনোদন

বিনা কর্তনে ছাড়পত্র পেলো আঁখি ও তার বন্ধুরা

বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিটি। প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা মোরশেদুল ইসলাম। ইমপ্রেস টেলিফিল্ম লি. ও মনন চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্রটি।

Advertisement

নির্মাতা জাগো নিউজকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এর নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। সে একজন অন্ধ কিশোরীর ভূমিকায় অভিনয় করেছে। এ ছবিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মোরশেদুল ইসলাম এর আগেও মুহম্মদ জাফর ইকবালের গল্পে কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’ নির্মাণ করেছেন। ছবিটি চিত্রগ্রহণ করেছেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রগ্রাহক মোস্তাফিজুর রহমান।

‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিটি নিবেদন করেছে লাভেলো আইসক্রিম।ৎ

Advertisement

এলএ