খেলাধুলা

বৃষ্টির কারণে পরিত্যক্ত খুলনা-সিলেটের ম্যাচ

সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি। মিরপুরে এর বেগটা যেন একটু বেশিই। আর এর প্রভাবে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটেন্সের মধ্যকার ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছিল। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করলেন আম্পায়াররা।

Advertisement

বৃষ্টির কারণে উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়। তবে দুই দল মাঠে প্রবেশ করে নিজেদের মত হালকা অনুশীলন ঠিকই সেরে নেয়। যদি ম্যাচটা মাঠে গড়ায়, প্রস্তুত থাকতে হবে তো!

দুপুর ১২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। হয়নি। ম্যাচ কন্ডিশন অনুযায়ী বিকেল ৩ টা ৫৫ মিনিটের মধ্যে খেলা শুরু করার তাড়া ছিল। এই সময়ের মধ্যে খেলা শুরু করতে হলে বৃষ্টিও তো থামতে হবে। অন্তত ৩০ মিনিট আগে টস করতে হবে।

অর্থাৎ বিকেল ৩ টা ২৫ মিনিটের মধ্যে বা তার আগে বৃষ্টি না থামলে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হবে, জানিয়ে দেয়া হয়েছিল আগেই। শেষপর্যন্ত তাই হলো। খেলা মাঠে না গড়ানোয় দু'দলের মাঝে সমান ১ পয়েন্ট করে ভাগ করে দেয়া হয়েছে।

Advertisement

এমএমআর/আরআইপি