খেলাধুলা

নেইমারদের রুখে দিল ইংল্যান্ড

স্বাগতিক ইংল্যান্ড শিবিরে একের পর এক আক্রমণ করে গেলেন নেইমার-জাসুসরা। মাঝে মাঝে পাল্টা আক্রমণ করলেন রাশফোর্ড-ভার্ডিরাও। তবে গোলের দেখা পেল না কোন দল। শেষ পর্যন্ত তাই হাইভোল্টেজ এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Advertisement

লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের করে নিয়ে একটা টানা ইংলিশ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে। ম্যাচের ১৮ মিনিটে গোলের সুযোগও পায় ব্রাজিল। তবে নেইমারের বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন ম্যানসিটি তারকা জেসুস। বিরতির আগে আর কোন নিশ্চিত কোন সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি নেইমাররা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোলের সুযোগ পায় সফরকারী ব্রাজিল। তবে নেইমারের রক্ষণচেরা দারুণ পাস থেকে বল পেয়ে শট নেন আলভেজ। কিন্তু দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক জো হার্ট।

ম্যাচের ৭৫তম মিনিটে ব্রাজিলের গোলের অপেক্ষার শেষ হতে পারতো কিন্তু দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। প্রায় ২৫ গজ দূর থেকে ফার্নানদিনহোর শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লাগে। ১০ মিনিট পর দুরুহ কোণ থেকে পাওলিনহোর আরেকটি জোরালো শট ঠেকান জো হার্ট। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় দুই দলের ম্যাচ।

Advertisement

এই নিয়ে দল দুটির ২৭ বারের মুখোমুখি লড়াইয়ের মধ্যে দ্বাদশবার ড্র হলো। ১১ বার জিতেছে ব্রাজিল, চারটি ইংল্যান্ড।

এদিকে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার অন্য প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আর জাপানকে ১-০ গোলে হারিয়েছে বেলজিয়াম।

এমআর/আইআই

Advertisement