রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীর জমি বেদখল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। বুধবার জাতীয় জাদুঘরে জামদানি প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) ও জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মির্জা আজম বলেন, ঐতিহ্যবাহী বেনারসি শিল্পের উন্নয়নে সরকার মিরপুরে এই শিল্পের কারিগরদের জন্য ৪০ একর জমি বরাদ্দ দেয়। কিন্তু এর অধিকাংশ জমিই বেদখল হয়ে যায়। এখনো ২০ একর জমি বেদখলে রয়েছে। সরকার বারবার চেষ্টা করেও জমি দখলে আনতে পারেনি। প্রভাবশালী মহলের কূটকৌশল এবং আইনগত জটিলতার কারণে জমি উদ্ধার করা যাচ্ছে না। এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকল ঐতিহ্য ফিরে আনতে বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জনবহুল ঢাকা থেকে বেনারসি পল্লী সরিয়ে ঢাকার অদূরে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার ইতিমধ্যেই পদ্মার ওপারে একটি জায়গা নির্ধারণ করেছে, যেখানে বেনারসি পল্লী গড়ে তোলা হবে। বিশ্ব ব্যাংক, আইএমএফের পরামর্শে এ দেশের পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো চায় না, বাংলাদেশ মাথা উঁচু মাথা করে দাঁড়াক। তাদের পরামর্শেই বিএনপির আমলে আদমজি জুট মিল বন্ধ করে দেয়া হয়। তিনি আরো বলেন, বাঙালির ঐতিহ্য রক্ষাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আর এ কারণেই প্রধানমন্ত্রী পাটসহ সকল ঐতিহ্যবাহী শিল্প রক্ষার জন্য বিশেষ তাগিদ আরোপ করেছেন। বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। এএসএস/বিএ/পিআর
Advertisement