দিনাজপুরের পার্বতীপুর-দিনাজপুর মহাসড়কের ছোট যমুনা নদীর উপরের ব্রিজে ধ্স দেখা দিয়েছে। যেকোন সময় ব্রিজটি পুরোপুরি ধসে পড়তে পারে। দুর্ঘটনা এড়াতে সকল যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ কারণে দিনাজপুর-পার্বতীপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউপির ছোট যমুনা নদীর উপরের ব্রিজটিতে ধ্স দেখা দেয়। ফলে পার্বতীপুর-দিনাজপুর মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় এলাকাবাসীরা জানায়, ব্রিজটির উপর দিয়ে ২০ থেকে ৩০ টনের ট্রাক মালামাল নিয়ে চলাচল করায় ব্রিজটি ধসে পড়েছে। ইরি বোরো মৌসুমে ধান ব্যবসায়ীরা তাদের মালামাল পরিবহনের ক্ষেত্রে ভারী যানবাহন ব্যবহার করে থাকেন। আর এ কারণেই ব্রিজটি ধসে পড়ছে।খবর পেয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখছেদুল ও সঙ্গীয় ফোর্স সেখানে অবস্থান করেন। পরে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীরা এসে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেয়। পার্বতীপুর বাস ও মোটর মালিক সমিতির সভাপতি জানান, ব্রিজটির আংশিক অংশ ভেঙে পড়েছে এবং ব্রিজের উপরে ধসে গিয়ে লোহার রড বের হয়ে গর্তে পরিণত হওয়ায় সরাসরি বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে। এমদাদুল হক মিলন/এসএস/এমআরআই
Advertisement