জাতীয়

বনানীতে অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১

রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সিদ্দিক হোসেন (৫০) নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির অফিসে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক হোসেনের বাড়ি টাঙ্গাইলে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। একজনকে গুলির পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।’

নিহতের সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

Advertisement

এআর/বিএ