রাজনীতি

লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে অপসারিত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা এ বিক্ষোভ করবে।বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নুর হোসেন কাশেমী এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে রমজানের পর কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুমকি দেন হেফাজত নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সদস্য-সচিব জুনাইদ আল হাবিব, নায়েবে আমির উবায়দুল্লাহ ফারুক ও হেফাজত নেতা বাহাউদ্দিন প্রমুখ।প্রসঙ্গত, গত ২৩ জুন আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দেন হাইকোর্ট। পবিত্র হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত ১০ মামলায় হাইকোর্ট তাকে এ জামিন দেন। একই অভিযোগে আরো সাত মামলায় আগেই জামিন পান তিনি। পরে গত সোমবার বিকেল পৌনে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামায়াত সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকী আপত্তিকর মন্তব্য করেন। তার মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চট্টগ্রামে সাতটি, লক্ষীপুরে একটি, চাঁপাইনবাবগঞ্জে একটি ও ঢাকায় একটি। এসব মামলার বেশ কয়েকটিতে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।  গত ১২ অক্টোবর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। বিএ/এমএস

Advertisement