জরুরি কেনাকাটার জন্য মার্কেটে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন মার্কেট বন্ধ। আপনার সময় এবং কষ্ট দুটোই বৃথা যাবে। তাই মার্কেটে যাওয়ার আগে জেনে নেয়া জরুরি কোনদিন কোন মার্কেট বন্ধ থাকে। আজ থাকলো রোববার ও সোমবারে যেসব মার্কেট বন্ধ থাকে তার তালিকা। চলুন তাহলে জেনে নেয়া যাক- রোববার পূর্ণ দিবস এবং সোমবার দিনের প্রথমার্ধে যে বিপণিবিতানগুলো বন্ধ থাকবে :মোল্লা টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আবেদীন টাওয়ার, আল আমিন সুপার মার্কেট, মিতালী এন্ড ফ্রেন্ডস সুপার মার্কেট, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, রামপুরা সুপার মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, দনিয়া তেজারত সুপার মার্কেট, বিসিএস কম্পিউটার সিটি, নিউ সোসাইটি মার্কেট, তামান্না কমপ্লেক্স, পল্লবী শপিং মার্কেট, মোহাম্মদিয়া সোসাইটি মার্কেট, ছায়ানীড় সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, সুইডেন প্লাজা, রজনীগন্ধ্যা মার্কেট, পূরবী সুপার মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান ১, ডিসিসি মার্কেট গুলশান ২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট, কলোনি বাজার মার্কেট।এইচএন/পিআর
Advertisement