খেলাধুলা

আবারও চিটাগংয়ের ব্যাটিং ব্যর্থতা

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে দলই বিক্রি করে দিতে চেয়েছিলেন চিটাগং ভাইকিংসের বর্তমান মালিক পক্ষ। শেষ পর্যন্ত দল গঠন করলেও টুর্নামেন্টে খুব একটা শক্তিশালী দিতে পারেনি তারা। যার প্রভাব দেখা যাচ্ছে খেলার মাঠেও।

Advertisement

তিন ম্যাচ খেলে চিটাগংয়ের জয় মাত্র একটিতে। কোন ম্যাচেই এতটা রানও করতে পারছে না দলটি। লো স্কোরিংয়ের ধারাবাহিকতায় আজও চিটাগংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৯। ফলে কুমিল্লার লক্ষ্য দাঁড়িয়েছে ১৪০।

টস হেরে চিটাগংয়ের হয়ে ওপেন করতে আসেন লুক রনকি ও সৌম্য সরকার। রনকি তার নিয়মমত প্রথম থেকেই ছিলেন মারমুখী। ১৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস। তবে এর বেশি আর রনকিকে আগাতে দেননি সাইফুদ্দিন। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে সাজঘরে পাঠান এ অলরাউন্ডার।

ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকার আজ বেশ ঠাণ্ডা মাথায় করেন ৩০ রান। আর সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ২০টি রান।

Advertisement

কুমিল্লার বোলারদের মধ্যে নবী, সাইফুদ্দীন, রশিদ খান ও ব্রাভো একটি করে উইকেট পেয়েছেন।

প্রসঙ্গত, এবারের বিপিএলে দল দুটির প্রথম দেখায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল কুমিল্লা।

এমএএন/এমএমআর/এমএস

Advertisement