ইনজুরির কবলে পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব মিস করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিম ইকবাল। ঢাকা পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিরেছেন তামিম। তবে অধিনায়ক হিসেবে তিনি ফেরেননি। অধিনায়কের দায়িত্ব আজও পালন করছেন মোহাম্মদ নবী।
Advertisement
তামিমের মাঠে ফেরা নির্ভর করছিল জাতীয় দলের ফিজিও রিপোর্টের উপর। কুমিল্লা টিম ম্যানেজমেন্টও জোড় করেননি। বলা হয়েছিল তামিম সুস্থ হলে এবং ম্যাচ ফিটনেস ফিরে আসলেই যেন মাঠে নামেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম প্রস্তুতি ম্যাচেই ঊরুর চোট পান তামিম ইকবাল। চোট পুরো সেরে ওঠার আগেই খেলেছেন টেস্ট ম্যাচ। ওই ম্যাচে আবার চোট পাওয়ায় খেলতে পারেননি পরের টেস্ট ও প্রথম ওয়ানডেতে।
দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে আবার চোট পান পুরোনো জায়গায়। ফলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই দেশে ফিরেছিলেন তামিম। এজন্যই বিপিএলে মাঠে নামার আগে ছিলেন শতভাগ সাবধানী। খেলেননি প্রথম তিন ম্যাচ।
Advertisement
এমএএন/এমএমআর/আরআইপি