সামনের মৌসুমে একটা সময় ক্লাব অথবা দেশের মধ্যে যে কোনও একদিক বেছে নিতে হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কারণ ২০১৬ অলিম্পিকে সিআর সেভেনকে দলে রাখতে চাইছে পর্তুগাল। ইতিমধ্যেই রিওর টিকিট পাকা করে ফেলেছে অনুর্ধ্ব ২১ পর্তুগাল দল। অলিম্পিকে সেই দলেই রাখা হবে ২৩ উর্ধ্ব তিনজন ফুটবলারকে। যার মধ্যে থাকতে পারেন রিয়াল স্ট্রাইকার।আগস্টের ৫ থেকে ২১ তারিখ পর্যন্ত অলিম্পিকের আসর বসছে ব্রাজিলের রাজধানীতে। সেই সময় জাতীয় দলের সঙ্গে থাকলে ক্লাবের হয়ে অনুশীলন করতে পারবেন না বর্ষসেরা ফুটবলার। জানা গেছে, রোনালদোর রিও যাওয়ার বিষয়ে তীব্র আপত্তি জানাতে পারে ক্লাব। পর্তুগাল ফুটবল সংস্থার সভাপতি ফার্নান্দো ফেরান্ডো গোমস বলছেন, ‘রিওতে রোনালদোর থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ উর্ধ্ব তিনজন ফুটবলারকে আমরা দলে রাখতে পারি। রোনালদোকেও তাঁদের মধ্য অন্যতম বলে ধরা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও সেভাবে ভাবনাচিন্তা করা হয়নি।’ রিওতে সোনা জিততে মোট ১৬টি দেশ ফুটবলে (পুরুষ বিভাগ) অংশ নেবে। জার্মানি, সুইডেন ও ডেনমার্ক ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে। রিয়ালের জার্সি গায়ে একাধিক রেকর্ড গড়লেও দেশের হয়ে এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি সিআর সেভেন। ২০০৪ ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁর দেশকে।এআরএস/এমএস
Advertisement