বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান অবৈধ সরকারের গুম, খুন, অপহরণ বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে।’
Advertisement
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, গুম, খুন, অপহরণ যদি রোধ করতে হয় বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে। লুটপাট বন্ধ করে অর্থনীতিতে সু-বাতাস ফিরিয়ে আনতে, সেন্ট্রাল ব্যাংকের লুট হওয়া টাকা ফিরিয়ে আনতে এবং সেই সঙ্গে বিচার ব্যবস্থায় যদি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া একটা সভা করেছেন, তাতেই ক্ষমতা হারানোর ভয়ে আপনাদের (সরকারের) মাথা খারাপ হয়ে গেছে। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি।
Advertisement
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন, মেহেদী আহমেদ, এম এ তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, ওলামা দলের সভাপতি মাওলা আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম প্রমুখ।
এএস/এমএম/এনএফ/আইআই