অর্থনীতি

ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ আজ

আজ বুধবার ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দিন । ব্যাংক হলিডের কারণে আজ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। তবে ব্যাংকের অফিস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিসও খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক ও ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।প্রতিবছর ৩০ জুন ব্যাংকগুলোর অর্থবছরের হিসাব শেষ হয়। ব্যাংকিংয়ের ভাষায় একে বলা হয় জুন ক্লোজিং। এ কারণে প্রতিবছর ১ জুলাই ব্যাংকের লেনদেন বন্ধ থাকে। এইদিন ব্যাংকের কর্মকর্তারা বিগত ৬ মাসের আয়-ব্যয়ের হিসাব করেন। ফলে লেনদেন বন্ধ রাখা হয়। এছাড়া এইদিন স্টক এক্সচেঞ্জেরও বিভিন্ন হিসেবনিকেশ করার কারণে লেনদেন বন্ধ রাখা হয়।রমজানের সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তফসিলি ব্যাংকের কার্যক্রম চলবে। একইভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কার্যক্রম চলবে। এআরএস/এমএস

Advertisement