আন্তর্জাতিক

ঋণ খেলাপি গ্রিস

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ১৬০ কোটি ইউরোর কিস্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ না করার কারণে আনুষ্ঠানিকভাবে ঋণ-খেলাপি দেশ হলো গ্রিস। বাংলাদেশ সময় বুধবার ভোর চারটায় এই কিস্তির সময়সীমা শেষ হয়। উন্নত বিশ্বের কোনো দেশের এমন ঋণখেলাপী হওয়ার ঘটনা এটিই প্রথম। খবর বিবিসির। একই সঙ্গে আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের চুক্তির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। ফলে হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা গ্রিসের জন্য এখন নতুন করে কোথাও থেকে ঋণ পাওয়া সহজ হবে না। কিস্তির সময়মীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের মেয়াদ বাড়ানোর আবেদন করে গ্রিস। কিন্তু ইউরো জোনের মন্ত্রীরা সেই আবেদনে নাকোচ করেন। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ থেকে দুটি বেইল আউটে প্রায় ২৪০ বিলিয়ন ইউরো নেয় গ্রিস। এই অর্থে চলতে থাকে দেশটি, যদিও তার জন্য নাগরিকদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এ সময়ে পেনশন, বেতন ও সরকারি সেবায় কাটছাঁট হয় গ্রিসে। ঋণখেলাপি হওয়ায় গ্রিস ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার পথে এলো, যাতে ইইউর একক মুদ্রা প্রকল্প ও বিশ্ব অর্থনীতির জন্য অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরির ঝুঁকি দেখা দিল।এসকেডি/এমএস

Advertisement