জাতীয়

র‌্যাব-পুলিশের মনোবল ভাঙ্গার চেষ্টা চলছে : ইনু

ভুল তথ্য দিয়ে মানবাধিকার সংস্থাগুলো র‌্যাব-পুলিশের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রামে মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, আইন-কানুন না জেনে যারা বিদেশিদের কাছে ভুল রিপোর্ট দিচ্ছেন তারা দেশের ক্ষতি করছেন। ভুল তথ্য দিয়ে মানবাধিকার সংস্থাগুলো র‌্যাব-পুলিশের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে। এসব ভুল রিপোর্ট বাইরে দেয়া থেকে বিরত থাকুন।তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের অধীনে জামায়াতিদের সশস্ত্র ঘাঁটির যে খবর আসছে তা আমাদের ও পশ্চিমবাংলার মানুষের জন্য উদ্বেগজনক। বাংলাদেশে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তার একটা যোগাযোগ আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে রয়েছে। এই জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর অন্য দেশগুলোর জন্যও বিপদজনক।তিনি বলেন, ভারতের মাটিতে আমাদের কোনো সন্ত্রাসী যেন ঘাঁটি করতে না পারে, সে ব্যাপারে ভারত সরকারকে সতর্ক হতে হবে।ইউরোপ ও আমেরিকার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা যদি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ দেখতে চায় তবে সন্ত্রাসী, জঙ্গি ও যুদ্ধাপরাধী বর্জনের পরামর্শ দেবেন। কিন্তু এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে চলবে সে সম্পর্কে পরামর্শ দিতে আসবেন না। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে চলবে সেটা ঠিক করবে এদেশের সরকার। এ ব্যাপারে আপনারা নাক গলাবেন না। এটা উচিত হবে না।এসময় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

Advertisement