সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে শহরের নিপুন কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।জেলা আওয়ামী লীগ সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এ সভায় দলীয় সিদ্ধান্ত মেনে সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার আগের সভার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। একই সাথে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়া মুকছেদুর রহমান লেবু’র আবেদন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় সেটি গ্রহণ করা হয়নি। জেলা আওয়ামী লীগের কার্যনার্বাহী কমিটির এ সভায় ৭১ সদস্যের মধ্যে ৫২ জন উপস্থিত ছিলেন।সভায় হুইপ আতিক আওয়ামী লীগ নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।সভায় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি মো. খোরশেদুজ্জামান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সাবেক এমপি খন্দকার মো. খুররম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, অ্যাডভোকেটর রফিকুল ইসলাম আধার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।দলীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের উন্নয়ন মূলক কার্যক্রম আর জাতীয় দিবস ব্যতিত তেমন কোনো উল্লেখযোগ্য সভা সমাবেশ হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় চরম হতাশা। ফলে অনেকের মাঝে চাপা ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছিল। এমন অবস্থায় স্থানীয় বেশিরভাগ নেতাকর্মী জেলা আওয়ামী লীগ বরাবর অভিযোগ দিলে বিষয়টি আলোচনায় ওঠে আসে। অবশেষে শনিবারের জেলা আওয়ামী লীগের সভায় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়।
Advertisement