আন্তর্জাতিক

ইরানে এত ভূমিকম্প কেন?

ইরাক-ইরান সীমান্তের পাহাড়ি এলাকায় শক্তিশালী এক ভূমিকম্পে চার শতাধিক মানুষ মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও আড়াই হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পে বিভিন্ন ভবন ধসে পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। এতে উদ্ধার কাজও ব্যহত হচ্ছে।

Advertisement

তবে ইরানে কেন এত ভূমিকম্প? বিশ্বের যেসব এলাকায় বার বার বড় ধরনের ভূমিকম্প হয় ইরান তার মধ্যে একটি। এর আগেও দেশটিতে বেশ কিছু বড় আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আরাবিয়া এবং ইউরেশিয়া টেকটনিক প্লেটের সংঘর্ষ।

বলা হচ্ছে, আরাবিয়া প্লেটটি প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে উত্তরে সরে যাচ্ছে। ইরানের দক্ষিণ-পূর্ব দিকে আরাবিয়া প্লেট ইউরেশিয়া প্লেটটিকে নিচ থেকে ধাক্কা দিচ্ছে। কিন্তু দেশটির উত্তর-পশ্চিমে এই দুটো প্লেট একে অপরকে সরাসরি ধাক্কা দিচ্ছে। এসব সংঘর্ষ থেকেই সেখানে বার বার সৃষ্টি হয়েছে জাগরস পর্বতমালার।

প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, থ্রাস্ট ফল্টের (চাপের কারণে একটি প্লেট যখন আরেকটি প্লেটের উপর উঠে যায়) কারণে এই ভূমিকম্প হয়েছে। সূত্র : বিবিসি

Advertisement

আরএস/জেআইএম