দেশজুড়ে

বিরামপুরে রাস্তায় লাশ রেখে প্রতিবাদ : মহাসড়ক অবরোধ

দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার বিকেলে চোরাকারবারীদের সাথে বিজিবির সংঘর্ষকালে বিজিবির ছোঁড়া গুলিতে ২ যুবক নিহতের ঘটনায় বিরামপুরে প্রতিবাদী জনতা লাশ নিয়ে থেমে থেমে মিছিল করছে।  তারা লাশ মহাসড়কে রেখে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে।অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরামপুর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এঘটনার পর এলাকাবাসী-দিনাজপুর-বিরামপুর-ঢাকা মহাসড়কের উপর নিহতদের লাশ রেখে ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে।মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে হিলি থেকে একটি মালবাহী ট্রেন বিরামপুর স্টেশন অতিক্রম করার সময় চোরাকারবারীরা ট্রেনের হুস পাইপ খুলে দিয়ে ট্রেনের গতি রোধ করে।  এসময় তারা ট্রেন থেকে ভারতীয় মালামাল নামিয়ে নিয়ে পালানোর সময় বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে কিছু মালামাল আটক করে। বিজিবি সদস্যরা রেলস্টেশন এলাকায় আসার সময় চোরাকারবারী ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে টহল বিজিবির উপর ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি সোটা নিয়ে হামলা করে।  এতে বিজিবির দুই সদস্য আহত হলে বিজিবি আক্রমণকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর গুলি ছোঁড়ে। এতে বিরামপুর রেলস্টেশন সংলগ্ন কলোনিপাড়া মহল্লার আ. রশিদের ছেলে সুলতান (২২) গলায় গুলিবিদ্ধ হয়ে ও শুকুর আলীর ছেলে শাহীন (২৫) বাম ঘাড়ে গুলিবিদ্ধ হয়।  তাদেরকে বিরামপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন তাদের মৃত ঘোষণা করেন। দু’জন নিহতের খবরে ওই এলাকার লোকজন স্থানীয় কলাবাগানে বিরামপুর-দিনাজপুর-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে এবং নিহতদের লাশ রেখে মহাসড়ক অবরোধ করে রাখে। রাত ৯ টার সময়েও বিক্ষুদ্ধ জনতা বিরামপুর শহরে মিছিল মিটিং করছে।# বিরামপুরে বিজিবির গুলিতে দুইজন নিহতএমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি

Advertisement