আর্থিক খাতকে শক্তিশালী করা এবং ঢাকা ও সিলেটের শহরাঞ্চলে দীর্ঘ মেয়াদি দুর্যোগ প্রশমনের লক্ষ্যে বাংলাদেশকে ৪৭৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। এ উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অঙ্গ-প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) একটি চুক্তি স্বাক্ষর করেছে।বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত ‘কান্ট্রি হেড’ ক্রিস্টিন কাইমস নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।প্রকল্প দুইটি হলো ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আর্থিক খাতে সহায়তা এবং ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে শহরাঞ্চলে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি।বিএ/আরআই
Advertisement