দেশজুড়ে

লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ভিজিএফ কার্ড, বিকল্প কর্মসংস্থানের অর্থ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে মেঘনায় মাছ শিকারী জেলেরা।মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করে তারা।  এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, জেলেদের ৪ মাসের খাদ্য সহায়তার আওয়তায় প্রতি মাসে ৪০ কেজি চাল ও বিকল্প কর্মসংস্থানের জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জেলেদের মাঝে তা সঠিক ভাবে বিতরণ করেননি।সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার কর্মকর্তাদের নির্দেশে কোনো কোনো  জেলেকে ১ মাস বা দু’মাস পর ৩০ কেজি করে চাল দেয়া হলেও বেশ কয়েকটি ইউনিয়নের জেলেদের মাঝে কোনো চাল বিতরণ করা হয়নি।এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা প্রদান ও দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা। কাজল কায়েস/এমএএস/আরআই

Advertisement