এখন হেমন্তকাল চলছে। পালাবদলে ঋতুর পরিবর্তনের সাথে, শীতও আসছে গুটিগুটি পায়ে। হালকা শীতের এই আগমনের সাথে পরিবর্তন আসছে পোশাক নির্বাচনে। বিভিন্ন রং বেরঙের পোশাকের সাথে উষ্ণতার সামঞ্জস্য রেখে শীতের পোশাক এসেছে বাজারে।
Advertisement
ফ্যাশনের যুগে নিত্য নতুন ফ্যাশনে অভিভূত তরুণ-তরুণী। ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের রুচির সাথে আরামদায়কতার সামঞ্জস্যপূর্ণ রেখে নতুন ফ্যাশনের মিশেল ঘটছে আজকাল। শীত আসি-আসি করেও শীতের দেখা খুব একটা না মিললেও ভোরের দিকে এবং সন্ধ্যা নামার মুখে হালকা শীত পড়ে। অফিসে যাদের যাতায়াত শাড়ির সাথে তারা বেছে নিতে পারেন হালকা রঙের সুতির শাল। এছাড়া ফুল স্লিভ ব্লাউজ ও খুব মানানসই। সালোয়ার কামিজ যারা পরেন, তারা সাথে গায়ে জড়াতে পারেন রঙ-বেরঙের কার্ডিগেন। যা এখনও অনেক তরুণীর পছন্দের শীর্ষে আছে। কিংবা জামার উপর হাতা কাটা সোয়েটার অনেকে পরছে সকালবেলার শীত নিবারণে।
আরও পড়ুন: এই সময়ে চোখের যত্ন
টাইট জিন্স পরার সবচেয়ে উপযোগী সময় হলো শীতকাল। ঠিকঠাক শীত না চলে এলেও, টাইট জিন্সের সাথে মোটা কাপড়ের টপস অনেক তরুণী বেছে নেয়। কেউকেউ একপাশে ভিন্ন রঙের কিংবা টপসের সাথে ম্যাচিং করে শাল জড়িয়ে থাকে। এছাড়া জিন্সে ফুল হাতাওয়ালা টিশার্ট সাথে কেউ কেউ আবার বেছে নিচ্ছেন রঙ-বেরঙের মাফলার। তরুণ-তরুণী উভয়ের পছন্দের শীর্ষে আছে এখন মাফলার। যা দেখতেও ফ্যাশনসম্মত।
Advertisement
তরুণরা এই শীতে পোশাকের তালিকায় রাখতে পারে ফুলহাতা শার্ট, ফুলহাতা টিশার্ট। সাথে জ্যাকেট কিংবা ছেলেরা অফিসের পোশাকের সাথে ব্লেজার। ব্লেজারেও আছে রঙের ভিন্নতা। আগের মতো সাদাকালোতে আটকে নেই ব্লেজার। হালকা কফি কিংবা মেরুণ রঙের অথবা বেগুনি ব্লেজার ও পরতে পারেন। এছাড়া নানান রঙের রঙচটা শর্ট পাঞ্জাবি রাখতে পারেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। পাঞ্জাবির সাথে ম্যাচিং শাল। ক্লাসিক্যাল শালগুলো জড়ালে, তাও বেশ মানসম্মত। তাছাড়া কর্পোরেট কোম্পানিগুলোতে আঁটসাঁট কিংবা ঢিলেঢালা স্যুট খুব একটা যায় না। সেক্ষেত্রে কোট-প্যান্টই মনোরম। স্যুট-কোট নির্বাচনের ক্ষেত্রে এর ক্লাসিক্যাল ধরনটাই আজকাল ফ্যাশনসম্মত ও গ্রহণযোগ্য। তরুণদের কাছে অবশ্য ওয়েস্টকোট পছন্দের তালিকায়। শার্ট কিংবা টিশার্টের উপর ওয়েস্টকোট বেশ মানানসই।
আরও পড়ুন: ত্বকের ধরন বুঝে যত্ন
শীত খুব একটা জেঁকে না বসলেও দেশীয় বাজারে পাওয়া যাচ্ছে ভিন্ন রকমের জ্যাকেট। মোটা ক্যানভাসের কাপড়, উল, ফ্লানেল, প্যারাসুটের কাপড়, কর্ড, ডেনিম, চামড়ার তৈরি জ্যাকেট। কয়েকবছর ধরেই জনপ্রিয়তার শীর্ষে আছে ডেনিম ও চামড়ার তৈরি জ্যাকেট। জ্যাকেটের মধ্যে ফ্রন্ট চেইন জ্যাকেট, পুলিশ জ্যাকেট, রকস্টার জ্যাকেট বেশ পছন্দনীয়। সাথে মাফলার। ভিন্ন ভিন্ন রঙের মাফলার অ্যাশ, মেরুন, মেহেদি রঙের মাফলার গুলো গলায় প্যাঁচিয়ে নেয়া যায় যা যথেষ্ট স্টাইলিশ ও সুন্দর দেখায়।
কোথায় পাবেন:ঢাকায় নিউমার্কেট, হকার্স মার্কেট, বঙ্গবাজার। এছাড়া উত্তরা, ধানমন্ডি, মিরপুর, বনানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে।
Advertisement
এইচএন/আরআইপি