খুলনায় অস্ত্র মামলায় আব্দুর রহিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সায়েদুর রহমান এ রায় ঘোষণা করেন।আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র আইনের ১৯’র (এ) ধারায় যাবজ্জীবন এবং ১৯’র (এফ) ধারায় ১০ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ এপ্রিল নগরীর দৌলতপুর দক্ষিণ দেয়ানা গ্রামের শেখ ফজলুল করিমের বাড়ির পাশ থেকে র্যাব সদস্যরা ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ আব্দুর রহিমকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি দিলীপ কুমার বাগচী বাদী হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।আব্দুর রহিম নগরীর দৌলতপুর দেয়ানা মধ্যপাড়া এলাকার লাল মিয়া ব্যাপারীর ছেলে। রায় শেষে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।আলমগীর হান্নান/এমএএস/আরআইপি
Advertisement