খেলাধুলা

টাইগারদের টি-২০ দল ঘোষণা বুধবার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা করা হবে বুধবার। আর ওয়ানডে দল ঘোষণা করা হবে ৭ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচের পর। এমন তথ্যই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।একই সাথে ৫ জুলাই প্র্যাকটিস ম্যাচের জন্যও দল দেয়া হবে বলেও জানান প্রধান নির্বাচক। তবে দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। মাহমুদুল্লাহ রিয়াদ এখনো পুরোপুরি ফিট নন। শুধু রনি তালুকদারের জায়গায় দলে ফিরতে পারেন এনামুল হক বিজয়।এর আগে মঙ্গলবার নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামে মাশরাফির লাল দল ও সাকিবের সবুজ দল। টি-২০ ফরমেটের এই ম্যাচে  মাশরাফির লাল দলের বিপক্ষে জয় পায় সাকিবের সবুজ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমে ব্যাট করে বিসিবি লাল দল করে ১৩৬ রান। সর্বোচ্চ ৫৭ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে।১৩৭ রানের টার্গেটে সহজেই পৌঁছায় সাকিবের সবুজ দল। দুই ওপেনার তামিম ও বিজয় মিলে জয়ের কাজটা সহজ করে দেন। তামিম ৩০ বলে করেন ৫২ রান ও বিজয় ৩২ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। আর সাকিব ২২ বলে করেন ৪৩ রান।জয়ের পর কোচ হাথুরাসিংহের নির্দেশে নতুন টার্গেট দেয়া হয় ১৯৬ রানের। ঐ রান তাড়া করতে নেমে ১৮৯ রানে পৌছার পর খেলা শেষ করে দেয়া হয়।এমআর/আরআইপি

Advertisement