রাজনীতি

খালেদা-তারেককে বাদের দাবি জোরালো হচ্ছে নিজ দলেই : হানিফ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দল থেকে বাদ দেয়ার দাবি জোরালো হচ্ছে তার নিজ দলের মধ্যেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে আয়োজিত এক ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ) ওই ইফতার পার্টির আয়োজন করে।মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া বার বার ভুল সিদ্ধান্ত এবং ব্যর্থতার পরিচয় দেয়ায় নিজ দলের নেতারাই এখন আলোচনা করছেন, দলকে বাঁচাতে হলে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বাদ দিতে হবে।তিনি বলেন, আন্দোলনের নামে খালেদা জিয়া সারাদেশে যে নৈরাজ্য চালাচ্ছে, তাতে করে জনমানুষের আস্থা হারিয়ে আজ সরকারের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা রটাচ্ছে। মানুষ তার কথায় আর বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই ৯২ দিনের আন্দোলনে মানুষের সমর্থন পায়নি।বিএনপির নেতাকর্মীদের আটক প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতারা জেলে বলে খালেদা জিয়া আজ মায়া কান্না করছেন। কিন্তু মনে রাখতে হবে, বিএনপির যারা আটক হয়েছেন বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই হয়েছে। পেট্রলবোমায় দেড় শত মানুষ হত্যা করে আজ অপরাধীদের জন্য খালেদা জিয়া দরদ দেখাচ্ছেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইনের আওতায় আনা হবে।২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, উন্নয়ন প্রশ্নে সরকারের মধ্যে উচ্চবিলাসী স্বপ্ন আছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। ঘোষিত বাজেটকে অনেকেই উচ্চবিলাসী বলে সমালোচনা করছে। প্রশ্ন হচ্ছে, উচ্চাভিলাষী বাজেট না হলে উচ্চাভিলাষী উন্নয়ন হবে কীভাবে? তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম বিনিয়োগকারী রাষ্ট্র, যা ইতিমধ্যেই গবেষণায় প্রকাশ পেয়েছে।ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগেম শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকারী সভাপতি ফজলুল হক মন্টু, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী তাকসিম এ খান প্রমূখ।এএসএস/বিএ/আরআই

Advertisement