গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিনা ফুটবলের জীবন্ত কিংবদন্তী। অনেকটা দিন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি দখল করে ছিলেন তিনি। অনুমতিভাবেই তাকে ছাড়িয়ে গেছেন একজন, ফুটবল জাদুকর লিওনেল মেসি। গত বছর কোপা আমেরিকায় মেসি যখন রেকর্ডটি ভাঙেন তখন নাকি ভীষণ রাগ লেগেছিল বাতিস্তুতার!
Advertisement
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫৪টি গোলের রেকর্ড ছিল বাতিস্তুতার। মেসি সেটা ভাঙলেন, এখন তো আরও সাতটি গোল এগিয়ে বার্সা সুপারস্টার। আর্জেন্টিনার হয়ে এতগুলো গোল করার রেকর্ডের ধারেকাছেও আর কেউ নেই। সার্জিও আগুয়েরো আর হার্নান ক্রেসপোর গোল ৩৫টি করে।
মেসির কাছে রেকর্ড খুইয়ে কেমন লেগেছিল বাতিস্তুতার? আর্জেন্টাইন গ্রেট স্বীকার করে নিলেন, সে সময়টায় মোটেই ভালো লাগেনি তার। বরং মেসির উপর রাগ লেগেছিল। এ সম্পর্কে তিনি বলেন, 'মেসি আমার রেকর্ড ভাঙায় রাগ লেগেছিল? হ্যাঁ, কিছুটা তো লেগেছিলই।'
এমন একটি রেকর্ড নিজের থাকায় গর্বিত ছিলেন জানিয়ে বাতিস্তুতা বলেন, 'এটা একটা মুকুট, যেটা আমার ছিল। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আপনি বিশ্বের যেখানেই যেতেন, মানুষ বলতো 'আর্জেন্টিনা জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ইনি।'
Advertisement
তবে মন খারাপ হলেও উত্তরসূরীর মঙ্গল কামনা করতে দ্বিধা করেননি বাতিস্তুতা। মেসিকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, ৫৪টির মত গোল ছিল। মেসির এখন তার চেয়ে বেশি। সে তো এটার প্রায় দ্বিগুণ করে ফেলবে। আমার সুবিধা কি জানেন? আমি এমন একজনের সঙ্গে দ্বিতীয় হয়েছি, যে কিনা এই গ্রহের বাইরের।'
এমএমআর/জেআইএম