ভারতের মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সাইদের নিরাপত্তা বাড়াতে পঞ্জাব প্রদেশের সরকারকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। তাদের দাবি, এক ‘বিদেশি গুপ্তচর সংস্থা’ হাফিজকে খুন করার জন্য অন্য এক নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে ৮ কোটি টাকা দিয়েছে। তবে গুপ্তচর সংস্থাটি কোন দেশের, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর- আনন্দবাজারের।
Advertisement
খবরে বলা হয়, গত জানুয়ারিতে সাইদ ও তার চার সঙ্গী আবদুল্লা উবেদ, মালিক জাফর ইকবাল, আব্দুল রহমান ও কাজি হুসেনকে সন্ত্রাস-বিরোধী আইনে গৃহবন্দি করে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই ইসলামাবাদ এই পদক্ষেপ করেছিল বলে ধারণা কূটনীতিকদের। এর পর গত মাসেই (অক্টোবর) সাইদের গৃহবন্দি থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পঞ্জাব প্রশাসন।
তাদের বক্তব্য, হাফিজ বাইরে এলে আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি হতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ বাড়লেও তার বাকি চার সঙ্গীকে মুক্তি দিয়েছে পাক সরকার।
আরএস/এমএস
Advertisement