আন্তর্জাতিক

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৩

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। স্থানীয় রেডিও স্টেশন ওকাপির এক খবরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

দেশের দক্ষিণাঞ্চলীয় লুয়ালাবা প্রদেশের বুয়োফুয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রেন গিরিখাতে পড়ার পর এতে আগুন ধরে গেলে বেশ কয়েকজন নিহত হয়।

দ্বিতীয় বৃহত্তম শহর লুবুমবাসি এবং রাজধানী কিনসাহা থেকে ২ হাজার কিলোমিটার দূরবর্তী লুয়েনা শহরের মাঝ দিয়ে জ্বালানি বহন করে নিয়ে যাচ্ছিল ট্রেনটি।

প্রদেশের গভর্নর রিচার্ড মুয়েজ জানিয়েছেন, একটি দুর্ঘটনা ঘটেছে তবে তিনি নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেননি।

Advertisement

লুয়াবা প্রদেশের খনিমন্ত্রী জিয়ান মেরি সিজেইংগা বলেন, দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ট্রেনটিতে ১৩টি তেলের ট্যাঙ্কার ছিল। এটি লাইনচ্যুত হয়ে গিরিখাদে পড়ে যাওয়ার পর ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এটি একটি মালবাহী ট্রেন ছিল। এতে কোনো যাত্রী থাকার কথা না। কিন্তু ট্রেনে অনেক লোক ছিল। তারা অবৈধভাবে ট্রেনে উঠেছিল।

টিটিএন/জেআইএম

Advertisement