শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষায় অসাধুপায়, আটক ৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে চার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সমাজবিজ্ঞান অনুষদে( ‘বি’ ইউনিট) দ্বিতীয় শিফটে  পরীক্ষা চলাকালে গণিত বিভাগের ২০৩ ও পুরাতন কলা ভবনের ২০২ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়।অটককৃতরা হলেন,- মো. কাইসার আহমেদ (রোল-২১৭৭৯০), নূর মোহাম্মদ (রোল-২০০৫৩৭), মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম ।আটক কাইসার আহমেদ জানান, ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রশ্নের উত্তর প্রদান শর্তে রাশেদ নামের এক বহিরাগত শিক্ষার্থীর সঙ্গে তার দুই লাখ টাকার চুক্তি হয়। এছাড়া মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীমকে ওএমআরসীট বদল করার অপরাধে আটক করা হয় এবং নূর মোহাম্মদ নামের এক ভুয়া পরীক্ষার্থী সন্দেহে আটক করা হয়।প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানান, বিষয়টি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচলানা কমিটিকে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত  নেবেন।

Advertisement