গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি ছবি। বনে ঘেরা সবুজ পরিবেশে টেবিল পেতে নীল জামা গায়ে একজন লিখে চলেছেন। আর হলুদ পাঞ্জাবী গায়ে চড়িয়ে একজন হেঁটে যাচ্ছে পাশ দিয়ে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ সম্পর্কে নানারকম তথ্য।
Advertisement
সোমবার প্রয়াত এই কথাসাহিত্যিকের ৭০তম জন্মদিন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যানুরাগীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন হুমায়ূনকে। অনলাইন জগতের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও সামিল হলো সেই মিছিলে। গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে অমর এই লেখকের সম্মানে।
বছর জুড়েই আলোচিত বিষয় ও ব্যক্তিদের সম্মান জানানো হয় বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে। আজ রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই হুমায়ূন আহমেদকে নিয়ে তৈরি ছবিটি দেখা যাচ্ছে। যেখানে লেখক নিজে আছেন তার চরিত্রে, আর হলুদ পাঞ্জাবী গায়ে তার সৃষ্ট অমর চরিত্র হিমুকেই উপস্থাপন করা হয়েছে। হুমায়ূন ভক্তরা সেই ছবিটি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুল করেনি গুগল কর্তৃপক্ষ ধন্যবাদ জানাতে।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। ১৯৭২ সালে 'নন্দিত নরকে' বই দিয়ে তার সাহিত্যে যাত্রা শুরু। বাকিটা ইতিহাস। কালের পরিক্রমায় তিনি হয়ে উঠেছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সাহিত্যিক। পাশাপাশি একজন নাট্যকার, গীতিকার, চলচ্চিত্রকার হিসেবেও সমাদৃত।
Advertisement
কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তারই হাতে গড়া পরম ভালোবাসার নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়েছে।
এমআরএম/এলএ