আন্তর্জাতিক

মার্টিন লুথার কিং স্মৃতিসৌধে ব্রাজিলের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাষ্ট্র সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ওয়াশিংটনে মার্টিন লুথার কিং স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। সোমবার তারা এ স্মৃতিসৌধ পরিদর্শন করেন। দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে রৌসেফ যুক্তরাষ্ট্র সফর করছেন।হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের জন্য এ সফর গুরুত্বপূর্ণ। স্মৃতিসৌধ পরিদর্শন শেষে রৌসেফ ওবামার দেয়া এক অনাড়ম্বর নৈশভোজে অংশ নেন। এ সময়ে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা ও প্রতিরক্ষামন্ত্রী জ্যাক ওয়াগনার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস।উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে রৌসেফের ওয়াশিংটন সফরে আসার কথা ছিল। কিন্তু মার্কিন গোয়েন্দা বিভাগ তার ফোনে আড়ি পেতেছে এ খবর ফাঁসের পর তিনি সফর বাতিল করেন।বিএ/আরআইপি

Advertisement