জাতীয়

ফায়ার সার্ভিসে চীনা অনুদান হস্তান্তর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সেবার মান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাম্প টানা গাড়ি, জেনারেটরসহ আরো অনেক উদ্ধার সরঞ্জামাদি অনুদান হিসেবে সরবরাহ করেছে চীন সরকার। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মীরপুরস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে এসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।হস্তান্তরকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে- ১০০টি টোয়িং ভেহিক্যাল (পাম্প টানা গাড়ি), ১৫০টি ওয়াটার মিস্ট ফায়ার মোটর সাইকেল, একটি বড় পানিবাহী গাড়ী (২১ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন), ১টি ফোম টেন্ডার (ধারণ ক্ষমতা ১৫ হাজার লিটার), ২৫০টি জেনারেটর ও আধুনিক সরঞ্জামাদি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মি. মা. মিংকুয়াঙ্গ।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দু`দেশের প্রতিনিধিদের মধ্যে সরঞ্জামাদির আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা সত্ত্বেও ফায়ার ও সিভিল ডিফেন্স অধিদফতর দুর্যোগ মোকাবেলায় ও জনগণের জান-মাল নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অধিদফতরকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।এ সময় রাজধানীর পূর্বাচল এলাকায় আধুনিক ফায়ার একাডেমি স্থাপনে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সক্ষমতা বৃদ্ধিতে অনুদানের বিভিন্ন উদ্ধার সরঞ্জামাদি সরবরাহের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক বলেন, অপরিকল্পিত নগরায়ন ও অতিউচ্চ ভবনে আগুন লাগার ঝুঁকি বাড়ছে। এ উপাদানগুলো অগ্নিনির্বাপনে সহায়তা করবে।চীনা রাষ্ট্রদূত বলেন, বিশ্বায়নের এ যুগে একার উন্নয়নই যথেষ্ট নয়, প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর উন্নয়নেও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুত্বপূর্ণ এ সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে দু`দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর আওতায় এসব গাড়ী ও যন্ত্রপাতি অনুদান হিসেবে পাওয়া গেছে।আরএস/আরআই

Advertisement