জাতীয়

জঙ্গি হামলার শঙ্কায় ইসিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জঙ্গি হামলার শঙ্কায় নির্বাচন কমিশনে (ইসি) নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে ইসি সচিবালয়। সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয় সাংবিধানিক এ সংস্থাটি।

Advertisement

গত বৃহস্পতিবার আইজিপির কাছে ইসির পক্ষ থেকে ইসি সচিবালয়ের উপসচিব আবদুল হালিম খান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। এতে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার আশঙ্কা রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করতে বলেছে ইসি।

চিঠি বলা হয়েছে, আগারগাঁওর নির্বাচন ভবনে সিইসি ও নির্বাচন কমিশনারদের দফতর অবস্থিত। এছাড়া ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটও (ইটিআই) এখানে। নির্বাচন ভবনে প্রতিনিয়তই রাজনৈতিক দল, মন্ত্রী, সংসদ সদস্য, দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা আসছেন।

আগামীতে অনুষ্ঠিতব্য ছয় সিটি কর্পোরেশন নির্বাচন ও একাদশ সংসদ নির্বাচনের সংশ্লিষ্ট কার্যক্রমও শুরু হয়েছে। নির্বাচন কমিশন একটি স্পর্শকাতর ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সম্প্রতি কিছু জঙ্গিগোষ্ঠী বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Advertisement

এ অবস্থায় নির্বাচন ভবনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ও সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বেশি জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে পুলিশকে।

এইচএস/বিএ/আরআইপি