রাজশাহী কিংসের ব্যাটসম্যানরা যখন সবাই ব্যর্থ হচ্ছিলেন, তখন দলের হয়ে হাল ধরেছিলেন ওপেনার লেন্ডন সিমন্স। কিন্তু বেশিক্ষণ তাকে আগাতে দিল না চোট।
Advertisement
আরাফাত সানির ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি ঠেলে দিয়েই রানের জন্য দৌড় শুরু করেন কিন্তু অর্ধেক পথ গিয়েই খোঁড়াতে শুরু করেন সিমন্স। পুরো রানআপ শেষ করেই মাঠে লুটিয়ে পরেন এ ক্যারিবীয় ব্যাটসম্যান।
কুমিল্লার সব খেলোয়াড় তাকে ঘিরে ধরেন। প্রথমে ভাবা হচ্ছিল, দ্রুতই উঠে ব্যাটিং শুরু করবেন। কিন্তু একটু পরই দেখা গেল, স্ট্রেচার হাতে মাঠে প্রবেশ করছেন স্বেচ্ছাসেবকরা। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি মাঠের বাইরে চলে গেলেন। তবে কতদিনের জন্য তিনি বাইরে গেলেন, তা এখনও জানা যায়নি।
Advertisement
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাজশাহী কিংসের সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেটে ৬৯ রান।
এমএএন/এমএমআর/জেআইএম