বাংলাদেশ ছাড়ছেন, এটা নিশ্চিত। কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই ধোঁয়াশা এখনও কাটেনি। শ্রীলঙ্কার গণমাধ্যম বলছে, থারাঙ্গা-করুণারত্নেদের কোচ হচ্ছেন তিনি।
Advertisement
যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে মনে করছেন, বাংলাদেশের সদ্য সাবেক এই কোচকে শিবিরে পেলে ভালোই হবে তাদের।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন ভারতে। সেখানেই হাথুরুসিংহে প্রসঙ্গে কথা বলেন করুণারত্নে। বাতাসের খবর, শ্রীলঙ্কার কোচ হচ্ছেন হাথুরু। এই ব্যাপারে করুণারত্নের মত কি? লঙ্কান ব্যাটসম্যান নাকি কিছুই জানেন না নতুন কোচের ব্যাপারে।
করুণারত্নে অবশ্য চাইছেন, বাংলাদেশের সাবেক কোচ যেন শ্রীলঙ্কাতেই ঘাঁটি গাড়েন। তিনি বলেন, 'এ (হাথুরুসিংহের নিয়োগ) ব্যাপারে আমি কিছুই জানি না। শুনেছি তিনি আসছেন, কিন্তু ব্যাপারটা এখনো নিশ্চিত হয়নি। তিনি আসলে আমাদের জন্য ভালো হবে, কারণ বেশির ভাগ খেলোয়াড়ই তার পরিচিত। আঞ্চলিক পর্যায়ে আমিও তার অধীনে খেলেছি।’
Advertisement
এমএমআর/আরআইপি