ছেলেকে ছুরিকাঘাত করে বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতা ধাওয়া করে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার বেলা দেড়টায় এ ঘটনা ঘটে। পরে কুচাই আবাসিক এলাকার একটি গোরস্থান থেকে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করা হয়। তাদেরকে মহানগর পুলিশের মোগলাবাজার থানা হাজতে রাখা হয়েছে।আটক ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীদের নাম ঠিকানা জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের দড়া গ্রামের আলাউদ্দিন ছেলেকে সঙ্গে নিয়ে আইএফআইসি ব্যাংক লালদিঘীরপাড় শাখা থেকে ৫ লাখ টাকা তুলে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন সিলেট শিক্ষাবোর্ডের সামনে যাওয়ার পর ৪টি মোটর সাইকেলে ৮ জন যুবক এসে অটোরিকশার গতিরোধ করেন। এসময় আলাউদ্দিনের ছেলে বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন ছিনতাইকারীরা।আলাউদ্দিন ও তার ছেলের চিৎকারে পেছন থেকে দুইটি মোটরসাইকেলে কয়েকজন যুবক ছিনতাইকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুই মোটরসাইকেল নিয়ে আসা চার ছিনতাইকারী কুচাই আবাসিক এলাকার ভেতর ঢুকে পড়েন। তারা কুচাই এলাকার একটি গোরস্থানের ভেতর জঙ্গলে ঢুকে আত্মগোপন করার চেষ্টা করেন। ছিনতাইকারীদের গোরস্থানে ঢুকতে দেখে স্থানীয় লোকজন ঘেরাও করে তাদেরকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে আলমপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ছিনতাইকারীদের একজনের কাছ থেকে লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান চার জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছামির মাহমুদ/এমজেড/এমআরআই
Advertisement