গল্প অবিন্যস্ত ও অসংলগ্ন কাহিনী উপস্থাপনের জন্য চিত্রনায়িকা নিপুণ অভিনীত ‘ধূসর কুয়াশা’ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সী এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে সেন্সরবোর্ডে জমা পড়েছিল ধূসর কুয়াশা। তখন সেন্সর বোর্ডের আপত্তির প্রেক্ষিতে নির্মাতা উত্তম আকাশ কিছু দৃশ্য কর্তন ও পরিমার্জন করে ছবিটি ফের জমাও দিয়েছিলেন।
Advertisement
আবার এ সপ্তাহে দ্বিতীয়বার দেখার পর ছবিটির মুক্তি বাতিল ঘোষণা করেছেন সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। যার ফলে এ ছবির মুক্তি অনিশ্চিত হয়ে গেছে।
মুন্সী জালালউদ্দিন জানান, ‘ছবিটিতে দেখানো হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সামনে অপরাধ সংঘটিত হচ্ছে। এর আইনি কোনো পদক্ষেপ বা প্রতিরোধের চিত্র নেই ছবিতে। এখানে পুলিশকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি রয়েছে শিশুদের পঙ্গু দেখানো, নারী ধর্ষণ, নারী পাচার ও নারীকে নিলামে তোলার কাহিনী।’
ধূসর কুয়াশা ছবিতে নিপুণ ছাড়াও অভিনয় করেছেন পুষ্পিতা পপি। ছবিতে নিপূণের নায়ক নবাগত মুন্না। অভিনয়ের পাশাপাশি মুন্না ছবিটি প্রযোজনাও করেছেন।
Advertisement
এনই/এলএ