খেলাধুলা

অ্যাশেজ জিততে ৬০ নয়, ১৬০ চাই : বেলিস

দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ সিরিজ। কোনো কিছুতেই তাই আতৃতৃপ্তির সুযোগ দেখছেন না ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। টু্যর ম্যাচে দলের ব্যাটসম্যানদের ইনিংস ৬০-৬৫তে আটকে যাওয়াকে তাই অশনি সংকেত মনে করছেন তিনি। বলছেন, ৬০ নয়, অ্যাশেজ জিততে ১৬০ রানের ইনিংস চাই।

Advertisement

অ্যাশেজকে সামনে রেখে অ্যাডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ওই ম্যাচে বেলিসের দলের পাঁচ ব্যাটসম্যান হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন, জিতেছে দলও। তবে তাদের মধ্যে কোনো ব্যাটসম্যানই ৬৩ রানের বেশি করতে না পারায় চিন্তিত ইংলিশ কোচ।

২৩ নভেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচের আগে ব্যাটসম্যানদের সতর্ক করে বেলিস বলেন, 'ষাট (রান) যথেষ্ট নয়। আমাদের ১৬০ দরকার। কয়েকদিন ধরেই ব্যাটিং বিপর্যয়টা আমাদের দুশ্চিন্তার মধ্যে। এমন ম্যাচে আমরা যেভাবে উইকেট হারাচ্ছি, এটা উদ্বেগের।'

ব্যাটসম্যানদের এখন থেকেই সেঞ্চুরির দিকে মনোযোগ বাড়াতে হবে, তাগিদ দিচ্ছেন বেলিস। টাউন্সভিলে প্রথম টেস্টের উইকেটটাও বেশ ভালো হবে, বিশ্বাস তার, 'সব দিক বিবেচনায় টাউন্সভিলের উইকেট বেশ ভালো হয়। এটা ফ্ল্যাট উইকেট। আশা করছি, এখানে আমাদের ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারবে। শুধু উইকেটে পড়ে থাকলেই হবে না, ১০০ করতে হবে। পুরো টেস্ট সিরিজেই এ ব্যাপারটার দিকে মনোযোগ রাখতে হবে আমাদের।'

Advertisement

এমএমআর/আরআইপি