চেলসির সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক শেষ করে নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালে নাম লিখালেন চেক প্রজাতন্ত্রের গোল রক্ষক পিটার চেক। প্রায় ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দিলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।সাপ্তাহিক ১ লাখ পাউন্ড বেতনে ৪ বছরের চুক্তিতে আর্সেনালে নাম লিখিয়েছেন চেক। যদিও চেলসি বস হোসে মরিনহো দলে রেখে দিতে চেয়েছিলেন এই গোলরক্ষককে।২০০৪ সালে ফ্রেঞ্চ ক্লাব রেনে থেকে চেলসিতে যোগ দেন চেক। এরপর থেকেই ব্লুজদের এক নম্বর গোলরক্ষক হিসেবে খেলে গেছেন তিনি। তবে গেল মৌসুমে থিয়াবো কুর্তোয়া আবারো চেলসিতে যোগ দেয়ায় ব্লুজদের গোল পোস্টে অনিয়মিত হয়ে যান চেক। মৌসুমে খেলেন মাত্র ৭টি ম্যাচ। এদিকে চেলসিতেই ক্যারিয়ার শেষ করতে চাইলেও নিয়মিত খেলার সুযোগ পেতেই ক্লাব বদল করলেন চেক প্রজাতন্ত্রের ৭ বারের বর্ষসেরা এই ফুটবলার। আর অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে ভেড়াতে পেরে দারুণ খুশি আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার।এমআর/পিআর
Advertisement