খেলাধুলা

আরিফুল ঝড় দেখলো মিরপুর

চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্সের ম্যাচ। উইকেটে তখন খুলনার আরিফুল হক ও ব্রাথওয়েট। ১৮তম ওভারটি করতে আসেন তানবীর হায়দার। সেই ওভারটিতেই মোটামুটি একটি ঝড় বইয়ে দেন উদীয়মান আরিফুল হক। ওই ওভারেই নেন ২৪ রান। যার ভেতর শুধু ছয়ই ছিল ৩টি।

Advertisement

তানবীরের সেই ওভারটি ছিল ৬ ০ ৬ ৪ ২ ৬ । এমন অসাধারণ একটি ওভারের কল্যাণে খুলনার সংগ্রহ দাঁড়ায় ২০ ওভার শেষে ১৭০। আর আরিফুল করেছেন ২৫ বলে ৪০ রান।

১৭ ওভার যখন শেষ হয় তখন খুলনার সংগ্রহ ছিল ১২২। আর ১৮ ওভার শেষে তানবিরের উপর আরিফুলের চালনো তান্ডবের কল্যাণে ১৮ ওভার শেষ খুলনার স্কোর দাঁড়ায় ১৪৬।

খুলনার ব্যাটসম্যানরা প্রথম থেকেই ধুঁকছিলেন চিটাগংয়ের বোলারদের সামনে। শেষ দিকে এসে চিটাগংয়ের বোলারদের উপর চড়াও হন আরিফুল হক। তার সাথে ভালোই সঙ্গ দেন কার্লোস ব্রাথওয়েট। দু'জনের এমন মারমূখী ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ভাল লড়াইয়ের পুঁজি পেয়েছেন খুলনা টাইটান্স।

Advertisement

এমএএন/এমআর/আইআই