বিনোদন

ঢাকায় আসছে শেক্সপিয়ারের হ্যামলেট

ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যের আবেদন বিশ্বজুড়ে। তার বেশ কিছু অমর সৃষ্টি নিয়ে তৈরি হয়েছে নাটক-চলচ্চিত্র। সেগুলোও সমাদৃত হয়েছে সর্বমহলে।তারই একটি ‘হ্যামলেট’। এ নাটকটি প্রথমবারের মতো ঢাকায় মঞ্চস্থ হতে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের প্রতিষ্ঠিত ইংল্যান্ডের ‘গ্লোব থিয়েটার’এর হাত ধরে। এ নাটকের দলটি ১৫ জুলাই, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ করবে শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি। নাটকটির নির্দেশনা দিয়েছেন ডমিনিক ড্রমগুল ও বিল বাকহার্স্ট।ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ঢাকা থিয়েটারের আমন্ত্রণে বাংলাদেশে আসছে এ দলটি। মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে ৪০০ বছরের পুরোনো গ্লোব থিয়েটারের নাট্যশিল্পীরা। গেল সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন দেব প্রসাদ দেবনাথ, নাহিন ইদ্রিস, ওয়াসিম প্রমুখ।এ প্রযোজনার হ্যামলেট চরিত্রে রূপ দেবেন নাঈম হায়াত অথবা লাডি এমেরুয়া। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র এ্যাফেলিয়ার ভূমিকায় অভিনয় করবেন- ফোবি ফিল্ডস। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কিথ বার্টলেট, মিরান্ডা ফস্টার, বেরুস খান, জেনিফার লিয়ং, টম লরেন্স, আমান্ডা উইলকিন প্রমুখ।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, হ্যামলেট টিকিটের বিনিময়ে সবাই দেখতে পারবেন। টিকিটের মূল্য ৯৯ টাকা। অগ্রিম টিকিট পাওয়া যাবে- www.ticketchai.com ওয়েবসাইটে।২০১২ সালে গ্লোব থিয়েটারের আমন্ত্রণে ইংল্যান্ডে টেম্পেস্ট মঞ্চায়ন করেছিল ঢাকা থিয়েটার। এটিই ছিল গ্লোব থিয়েটারে বাংলাদেশের কোনো নাট্যদলের প্রথম নাট্য মঞ্চায়ন।এলএ

Advertisement