বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছিল খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। আজ (রবিবার) ঢাকা পর্বের দ্বিতীয় দিনে তারাই মুখোমুখি হয়েছে। টস জিতে চিটাগং ভাইকিংস অধিনায়ক মিসবাহ-উল-হক ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
Advertisement
দু'দলই দুই ম্যাচ করে খেলে একটি জয় ও একটি পরাজয়ের স্বাদ পেয়েছে। তবে পয়েন্ট সমান হলেও পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে খুলনা টাইটান্স আর পাঁচে রয়েছে চিটাগং ভাইকিংস।
চিটাগংয়ের আজকের লক্ষ্য জিতে ঢাকার সঙ্গে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে নিজেদেরকে নিয়ে যাওয়া। আর খুলনার লক্ষ্য জিতে নিজেদেরকে এই টুর্নামেন্টের লড়াইয়ে ফিরিয়ে আনা। কাজেই দল দুটির কেউই জয়ে বিকল্প অন্য কিছু ভাবছে না।
চিটাগং ভাইকিংস :মিসবাহ-উল-হক (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, লুক রঞ্চি, দিলশান মুনাবিরা, লুইস রিস, সিকান্দার রাজা, শুভাশিষ রায়, তানভীর হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
Advertisement
খুলনা টাইটান্স :মাহমুদউল্লাহ (অধিনায়ক), শাডউইক ওয়ালটন, মাইকেল ক্লিঙ্গার, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, রাইলি রুশো, আরিফুল হক, জফরা আর্চার, মোশারফ হোসেন, শফিউল ইসলাম ও আবু জায়েদ।
এমএএন/এমআর/এমএস