খেলাধুলা

স্পেনের জয়ের দিনে ইস্কোর চোট

আসন্ন রাশিয়া বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারে স্পেন যে মরিয়া হয়েই মাঠে নামবে তা আরও একবার প্রমান দিল। মূল পর্বে মাঠে নামার আগে প্রীতি ম্যাচে ডেভিড সিলভার জোড়া গোলে কোস্টারিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ এর চ্যাম্পিয়নরা। তবে এ ম্যাচে ইনজুরিতে পড়ায় পরবর্তী ম্যাচে রাশিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ইস্কোর।

Advertisement

নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে স্পেন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ষষ্ঠ মিনিটে দলকে লিড এনে দেন বার্সা তারকা জর্ডি আলভা। ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসি তারকা মোরাতা।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন সিটি তারকা সিলভা। ম্যাচের ৫১ মিনিটের পর ৫৫ মিনিটে দ্বিতীয় গোল করেন এই তারকা।

তবে ম্যাচের ৬২ মিনিটে বাঁ উরুতে চোট পান দলের মিডফিল্ডার ইস্কো। এ চোটের কারণে রাশিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। শেষ দিকে ম্যাচের ৭৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা আরও একটি গোল করলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Advertisement

এমআর/এমএস