শেষ ম্যাচে জয় দিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিলেও চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না আর্জেন্টিনা। এরই অংশ হিসেবে রাশিয়ার পর নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির শিষ্যরা। তবে ওই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ।
Advertisement
নাইজেরিয়ার বিপক্ষে মেসির না খেলার কথা অফিসিয়াল টুইটে জানিয়েছে আর্জেন্টিনা দল। মস্কো থেকে মেসির স্পেনে ফিরে যাওয়ার খবর জানানোর সঙ্গে তিনি কোনোরকম চোট পাননি বলে নিশ্চিত করা হয়েছে।
আগামী বছর রাশিয়াতেই বসবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তার আগেই বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন মেসি। শেষ সময়ে আগুয়েরোর দেওয়া জয়সূচক গোলেও অবদান রাখেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা।
এদিকে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে ম্যাচের পর সতীর্থদের উদ্দেশে কঠিন পরিশ্রম করার আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘আর বেশি সময় বাকি নেই। তাই যখনই আমরা একসঙ্গে হব, সময়টা ভালোভাবে কাজে লাগাতে হবে।’
Advertisement
এমআর/এমএস