জাতীয়

গম খাওয়ার উপযোগী কি না ৭২ ঘণ্টার মধ্যে জানাতে হবে

ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী কি না তা পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলেছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।খাদ্য মন্ত্রণালয়ের অধীন পচা গম আমদানির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে এই রিট দায়ের করেন অ্যাডভোকেট পাবেল মিয়া।রিটে খাদ্য সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে।খাদ্য মন্ত্রণালয় সম্প্রতি ব্রাজিল থেকে গম আমদানি করে। পরবর্তী সময়ে ওই গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মর্মে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যায়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়।সর্বশেষ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার ফলে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা গম নিম্নমানের।এসকেডি/পিআর

Advertisement