জরুরি কেনাকাটার জন্য মার্কেটে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন মার্কেট বন্ধ। আপনার সময় এবং কষ্ট দুটোই বৃথা যাবে। তাই মার্কেটে যাওয়ার আগে জেনে নেয়া জরুরি কোনদিন কোন মার্কেট বন্ধ থাকে। আজ থাকলো শুক্র ও শনিবারে যেসব মার্কেট বন্ধ থাকে তার তালিকা। চলুন তাহলে জেনে নেয়া যাক-শুক্রবার পূর্ণ দিবস এবং শনিবার দিনের প্রথমার্ধের অর্ধ দিবস যে বিপণীবিতানগুলো বন্ধ থাকবে :বাংলাবাজার বইয়ের মার্কেট, ধূপখোলা মাঠ বাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেটগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, পাটুয়াটুলী ইলেকট্রনিক্স এন্ড অপটিক্যাল মার্কেট, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, কাপ্তান বাজার, নয়ামাটি এক্সেসরিজ মার্কেট, বুড়িগঙ্গা সেতু মার্কেট, ঠাটারী বাজার, শরীফ ম্যানশন, আলম সুপার মার্কেট, রাজধানী সুপার মার্কেট, ছোট কাটারা, সামাদ সুপার মার্কেট, চকবাজার, বড় কাটারা পাইকারি মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, ইমামগঞ্জ মার্কেট, তাঁতীবাজার, দয়াগঞ্জ বাজার, বাবুবাজার, নবাবপুর রোডের ইলেকট্রনিক্স ও মেশিনারি মার্কেট, নর্থ সাউথ রোডের স্যানিটারির দোকান, আজিমপুর সুপার মার্কেট, সুন্দরবন স্কোয়ার মার্কেট, নয়াবাজার। এইচএন/এমআরআই
Advertisement