জাতীয়

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে

বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হলে উচ্চ আদালতের বিচারকসহ বিচার বিভাগের নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে বলে দাবি করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। শনিবার আইনজীবী সমিতির প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এই দাবি করেন খন্দকার মাহবুব।খন্দকার মাহবুব বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করার বিষয়ে আমরা বারবার দাবি করছি। কিন্তু অদৃশ্য কারণে তা করা হচ্ছে না। ফলে বর্তমান সরকার ক্ষমতায় এসে ঢালাওভাবে অনেক ক্ষেত্রে দলীয় বিবেচনায় দক্ষতা-যোগ্যতা বিবেচনা না করে বিচারক নিয়োগ করেছে। যার ফলে আজ উচ্চ আদালতের ভাবমূর্তি শুধু খর্ব হয়নি, বিচারপ্রার্থী জনগণের মধ্যেও আস্থার অভাব দেখা দিয়েছে।বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান দাবি করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান সংসদের বৈধতার প্রশ্ন যখন প্রশ্নবিদ্ধ,  সে অবস্থায় আজ বিচারকদের অপসারণের ক্ষমতা যদি সংসদকে  দেওয়া হয়, তাহলে উচ্চ আদালতের বিচারকগণ রাজনৈতিক দাবার ঘুঁটিতে পরিণত হবেন। সরকারের হাতে চলে যাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণ। বিচারকগণ দলীয় রাজনৈতিক চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচারকার্যক্রম পরিচালনা করতে অনেক  ক্ষেত্রে সক্ষম হবেন না।

Advertisement