খেলাধুলা

কেঁদে সংবাদ সম্মেলন ত্যাগ করলেন নেইমার

ইনজুরির কারণে শঙ্কা ছিল জাপানের বিপক্ষে নেইমারের মাঠে নামা নিয়ে। মাঠে নেমে দলকে এনে দিলেন দুর্দান্ত জয়। এরপর খুশি মনেই কোচ তিতের সঙ্গে আসলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানেই হল বিপত্তি। ফরাসি সাংবাদিকদের কথার আক্রমণে কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ত্যাগ করেন ব্রাজিলিয়ান এই তারকা।

Advertisement

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল-জাপানের ম্যাচ ছাপিয়ে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) কেন্দ্র করেই উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে একের পর এক আক্রমণ আসতে থাকে নেইমারকে লক্ষ্য করে। তাকে অভিযুক্ত করেন ক্লাবের ড্রেসিংরুমে জন্য সমস্যা সৃষ্টিকারী একটি চরিত্র হিসেবে। ক্লাবের প্রতি তার অঙ্গিকার নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকদের অনেকেই। ফরাসি সাংবাদিকদের এমন আক্রমণে এক সময় কেঁদেই ফেলেন নেইমার।

এসময় নেইমারের হয়ে কথা বলতে গিয়ে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘নেইমারের সঙ্গে আমি গত দেড় বছর ধরে একসঙ্গে কাজ করছি। শুরু থেকেই আমাকে শুনতে হয়েছে তার সঙ্গে আমার সমস্যা চলছে। কারণ, ড্রেসিংরুমে তার প্রভাব। আমরা মানুষ এবং অনেক সময় সঠিক পন্থায় প্রতিক্রিয়া দেখাই না। এটা আমার ক্যারিয়ারেও হয়েছে। এটা কি ভুল? অনেক ধরণের পারিপার্শ্বিক পরিবেশ থাকে এবং সেগুলোকে ঢালাওভাবে সামগ্রিক রূপ দেয়া থেকে বিরত থাকা উচিত।’

শেষে নেইমারের প্রশংসা করে ব্রাজিল কোচ আরও বলেন, ‘আমাদের উচিত নেইমারের চরিত্র, তার স্বভাব এবং বিশাল হৃদয়টাকে নিয়ে কথা বলা।’

Advertisement

এদিকে তিতের কথা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নেইমার। ফরাসি সাংবাদিকদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘তারা (ফরাসি সাংবাদিকরা) অনেক গল্পই বানিয়েছে যা সত্য নয়। কোচ (উনাই এমেরি) এবং কাভানির সঙ্গে আমার কোন সমস্যা নাই।’

নেইমার আরও বলেন, ‘প্যারিসের সবকিছুই পারফেক্ট, আমি এখানে ভালো আছি, সুখে আছে এবং আমি পিএসজিতে সেই খেলোয়াড় হতে চাই যে কিনা মাঠে সতীর্থদের জন্য সবকিছু দিতে পারে।’

ফ্রান্সে তিনি কোচ উনাই এমেরির অনুমোদনেই এসেছেন উল্লেখ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আরও জানান, ‘আমি যখন এখানে পৌঁছাই আমাদের একটা মিটিং হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, আমি মাঠের কাজে তোমাকে সাহায্য করতে চাই। আর আমি খেলায় আমার ভূমিকার গুরুত্ব জানি এবং কোচ আমার কাছে যেটা চায় তার সবটাই দেয়ার চেষ্টা করি। কিন্তু এই ধরণের গল্প বানানো আমাকে কিছুটা কষ্ট দেয়। আমি গসিপ এবং এই ধরণের গল্প পছন্দ করি না। শেষ পর্যন্ত কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ত্যাগ করেন নেইমার।’

উল্লেখ্য, চলতি মৌসুমে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে পিএসজিতে যোগ দেন নেইমার। ক্লাবের হয়ে দুর্দান্ত খেললেও মাঠে পেনাল্টি ও ফ্রি-কিক নেওয়া নিয়ে কাভানির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এ ব্রাজিলিয়ান। এরপর কোচ এমেরির সঙ্গেও দ্বন্দ্বের গুঞ্জন ছড়ায়।

Advertisement

এমআর/এমএস