খেলাধুলা

অ্যাশেজের আগে চোট অজি পেসার কল্টার-নাইলের

ইংল্যান্ডের ইনজুরি সমস্যা আছে। এবার অস্ট্রেলিয়াও সেই সমস্যায় পড়লো। অ্যাশেজ সিরিজের ঠিক আগে পেস আক্রমণে বড়সড় এক ধাক্কা খেল অজিরা। জশ হ্যাজলউড ফর্মে ফিরেছেন, এর মধ্যে দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে নাথান কল্টার-নাইলের চোট। ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার জানিয়েছে, পিঠের সমস্যায় অ্যাশেজ থেকে ছিটকে পড়তে পারেন এই পেসার।

Advertisement

অ্যাশেজে ইংল্যান্ডকে কাবু করার মূল অস্ত্রই অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ। মিচেল স্টার্ক আছেন, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স আর নাথান কল্টার-নাইলকে নিয়ে ইংল্যান্ডকে ভয় দেখাচ্ছিল অজিরা। এখনও ভয়ের কারণ আছে সফরকারিদের। তবে কল্টার-নাইল ছিটকে পড়ায় পেস শক্তি কিছুটা হ্রাস পাওয়ারই কথা অস্ট্রেলিয়ার।

পিঠের পুরোণো চোটটা ফিরে আসার শংকা থাকায় শেফিল্ড শিল্ডের সর্বশেষ রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কল্টার-নাইল। উদ্দেশ্য, মহাগুরুত্বপূর্ণ অ্যাশেজে খেলা।

পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ট্যুর ম্যাচে দারুণ বোলিংও করেন এই পেসার। আউট করেন অ্যালিস্টার কুকের মত ইংলিশ ব্যাটিং স্তম্ভকে। কিন্তু ওই ম্যাচের সময়ই পুরোণো চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠে কল্টার-নাইলের।

Advertisement

অস্ট্রেলিয়া ক্রিকেটের চিকিৎসক অ্যালেক্স কৌনটুরিস জানিয়েছেন, ’নাথান গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খেলতে গিয়ে পিঠে টান অনুভব করেন। স্ক্যানের পর জানা যায়, পুরোণো চোটটাই। ভালো খবর হলো, আগেভাগেই সমস্যাটা সনাক্ত করা গেছে। আগামী মাসে আবারও স্ক্যান করানো হবে। আশা করছি সে বোলিংয়ে ফিরতে পারবে।’

আগামী ২৩ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টেস্টের অ্যাশেজ সিরিজটি।

এমএমআর/এমএস

Advertisement