বিনোদন

ফেসবুকে নায়ক রাজ্জাকের মৃত্যু নিয়ে গুজব

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নায়ক রাজের মৃত্যুর খবর নিয়ে ফেসবুকে অনেকেই ভুল তথ্যে স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছেন।চারু পিন্টু নামে একজন ফেসবুক ব্যবহারকারী মঙ্গলবার ভোরে তার এক সাংবাদিক বন্ধুর বরাত দিয়ে ‘নায়ক রাজ্জাক মারা গেছেন’ শিরোনামে একটি পোস্ট দেন। তার পোস্টটি দেখে অনেকে বিশ্বাস করেন যে রাজ্জাক সত্যিই মারা গেছেন এবং তারাও স্ট্যাটাস দিতে থাকেন। কিন্তু রাজ্জাক যেখানে ভর্তি আছেন সেই ইউনাইটেড হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, রাজ্জাকের মৃত্যুর খবরটি ভুয়া। তিনি মোটামুটি ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।পোস্ট দেয়ার কিছুক্ষণ পর চারু পিন্টুও তার ভুল বুঝতে পারেন এবং তিনি পরবর্তীতে আর একটি স্ট্যাটাস দিয়ে তার ভুল তথ্যের জন্য সকলের কাছে ক্ষমা চান। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল : উল্লেখ্য, নায়ক রাজ রাজ্জাক শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২৬ জুন (শুক্রবার) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। রাজ্জাকের পরিবার সূত্রে জানা যায়, শ্বাসকষ্টের কারণে শুক্রবার নায়ক রাজকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।সোমবার দুপুরে হাসপাতালটির কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের প্রধান শাগুফা আনোয়ার সাংবাদিকদের জানান, ‘রাজ্জাক সাহেব এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। তার অবস্থা এখনও স্থিতিশীল। এ জায়গা থেকে তার অবস্থা খারাপ হতে পারে, আবার ভালোও হতে পারে।’ এআরএস/এমএস

Advertisement