দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করলে আদালতে সেগুলোর তথ্য প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
Advertisement
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিললনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হানিফ বলেন, আপনি যদি নিজেকে নির্দোষ ভাবেন তাহলে দ্রুত হেয়ারিং করে শেষ করে দেন। প্রমাণ করে দেন আপনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন। এতে যেমন আপনার দলের নেতা কর্মীরা খুশি হবে তেমনি আমরাও খুশি হবো।
তিনি বলেন, আপনি একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা চাই আপনি নির্দোষ হয়ে বেরিয়ে আসুন। কোনো প্রধানমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আদালত দোষী সাবস্ত করুক এটা দেশের জন্য মোটেও গৌরবের বিষয় নয়। এটা দেশের জন্য কখনো সম্মান বয়ে আনে না।
Advertisement
খালেদার দুর্নীতির মামলার দায়ভার সরকার নেবে না জানিয়ে তিনি বলেন, উনার বিরুদ্ধে মামলা আমরা দেইনি, আমাদের সরকারও দেয়নি। উনি বললেন আমি প্রতিহিংসার রাজনীতি করি না, এ কারণে শেখ হাসিনাকে আমি ক্ষমা করলাম। কাকে কি কারণে কি কথা বলছেন যে ক্ষমা করলেন? এ মামলা কি শেখ হাসিনা দিয়েছে? এ মামলা কি বর্তমান সরকার দিয়েছে? এ মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। এ মামলার দায়ভার তো আমরা নিতে পারি না।
খালেদার দুর্নীতির মামলার সাঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক মামলার তুলনা করার সমালোচনা করে তিনি বলেন, এ অপরাধের মধ্যে আপনি আছেন বলেই আপনার মধ্যে শঙ্কা আছে। যে কারণেই আপনি বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে নিজেকে তুলনা করছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্রদ্রোহীর মিথ্যা মামলা দিয়ে বার বার কারাগারে নিয়েছিল। সেই মামলার সাঙ্গে আপনার দুর্নীতির মামলার তুলনা করা অত্যান্ত দুঃখজনক। এটা কখনো মেনে নেয়ার মত নয়। আমরা আশা করবো আপনি ভুল চিন্তা থেকে বের হয়ে আসবেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও. ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
Advertisement
এইউএ/এএইচ/এমএস